ঢাকার যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. শফিকুল ইসলাম টয়লেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু’র সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার ভোর রাত আনুমানিক ৩টা ১৫ মিনিট থেকে সকাল ৮টার মধ্যে যেকোনো সময় এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সকালে দায়িত্ব পালনকালে সহকর্মীরা ফাঁড়ির টয়লেটে কনস্টেবল শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হন।
ওসি বাচ্চু আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মধ্যে বিরাজ করছে গভীর বেদনা ও উৎকণ্ঠা।












