ব্রিটেনে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করে  সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। শুক্রবার নির্বাচনে জয়ের পর বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে যান কিয়ার স্টারমার। সেখানেই তাকে সরকার গঠনের আমন্ত্রণও জানান রাজা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি তার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চি করেছেন।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, নির্বাচনে জয়ী হবার পরই মন্ত্রিসভা গঠনের কার্যক্রম শুরু করেছে দলটি। বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করার পরই প্রধানমন্ত্রী হিসেবে দলটির নেতা কিয়ের স্টারমারের নাম গোষণা করা হয়। সেখান থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে। লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া নতুন মন্ত্রীসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগে পেয়েছেন ডেভিড ল্যামি। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন র‌্যাচেল রিভস। জ্বালানিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে এড মিলিব্যান্ডকে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ব্রিজিত ফিলিপসন ও ওয়েস স্টিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়েভেট কুপার ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জন হিলি। শাবানা মাহমুদ হয়েছেন দেশটির বিচারমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে জন হিলিকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জোনাথন রেনল্ডস। পিটার কাইল বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রণালয় আর লুইস হাইকে দেয়া হয়েছে পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। লিজ কেন্ডালকে করা হয়েছে কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী।

উল্লেখ্য, গত ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি ৬৫০ আসনের মধ্যে ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। দেশটির নি¤œকক্ষ আইনসভা হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬টি আসন।