সৈয়দপুর ইয়থ অরগেনাইজেশন ফর ডেভেলপমেন্টের (SYOD) উদ্যোগে যুক্তরাজ্যেদ বসবাসরত সৈয়দপুর যুব পরিষদ সিলেটের সাবেক সদস্যদের এক মিলনমেলা সম্পন্ন হয়েছে।

৪ মে বুধবার যুক্তরাজ্যেডর বার্মিংহামের স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁর হলরোমে সংগঠনের ফাউন্ডার মেম্বার সৈয়দ শরীফ আহমেদ ও মো. সাব্বির আহমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সৈয়দপুর ইয়থ অরগেনাইজেশন ফর ডেভেলপমেন্টের সিইও শাহ আজম কোরেশী এবং পবিত্র কুরআন তিলাওয়াত করেন সৈয়দ উজায়ের আহমদ।

আলোচনা সভার শুরুতেই স্বাগত ব্ক্তব্য। রাখেন সৈয়দপুর যুবপরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী অধ্যাপক সাজিদুর রহমান। শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বক্তব্য রাখেন- হাফিজ সৈয়দ কফিল আহমেদ, কাউন্সিলর সাজু মিয়া, সৈয়দ মারুফ আলী, মোহাম্মদ ময়নুল হক, সৈয়দ আকতার হোসেন কিবরিয়া, মজনু সাবের, সুহেল আহমেদ, শেখ রেজওয়ানুর রহমান, মোহাম্মদ সাইদুর রহমান, অলি আহমদ রুনু, মোহাম্মদ ফাজাক্কির , সৈয়দ হুমায়ুন রশীদ, মির্জা রায়হান প্রমুখ।

সৈয়দপুর যু বপরিষদ সিলেটের প্রতিষ্ঠা হতে এ পর্যন্ত দায়িত্বশীদের প্রজেক্টরের মাধ্যমে পরিচয় পরিচয় পর্ব এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা পরিচালনা করেন সৈয়দ রিয়াদ আহমেদ। সৈয়দপুর যুবপরিষদ সিলেটের সাবেকদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- সৈয়দ মোশাররফ আলী, সৈয়দ শাহেদ ইমরান, সৈয়দ জহিরুল হক লিটন, সৈয়দ আফ্ফান আহমদ, সৈয়দ সায়েদ আহমদ, মল্লিক শাহী মাহমুদ নয়ন, সৈয়দ মাহফুজ আহমেদ, আব্দুল আউয়াল লালা, সৈয়দ জামিল, সৈয়দ জাবের, সৈয়দ মারহানুল হক, শেখ শাহীন হাসান, সৈয়দ মিজান আহমেদ, মোফাস্সিল আহমদ, সৈয়দ মাসুক মিয়া, সৈয়দ মাসুদ, কামরান আহমেদ, আবু তারেক, সৈয়দ সাকাল আবেদীন, সৈয়দ শাকির আহমেদ, সৈয়দ সুহেল।

অনুষ্ঠানে আগত সবাই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য সৈয়দপুর ইয়থ অরগেনাইজেশন ফর ডেভেলপমেন্টের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

আরও উপস্থিত ছিলেন- লুৎফুর রহমান মেরাজ, তুহেল আহমেদ, সৈয়দ মিসকাত, হোসেন মিয়া, সৈয়দ সুমন, সৈয়দ ইমরান আহমেদ, মোহাম্মদ জাবের, সৈয়দ জাবের, সৈয়দ জাকির আহমেদ, কাওসার আহমদ, সৈয়দ রাজু মিয়া, আবিদ মল্লিক, সৈয়দ সাবির, সৈয়দ শরীফ, সৈয়দ শাহীর আহমদ, মল্লিক তাহসীন আহমদ, শেখ শাহবাজ আহমেদ শিপু, সৈয়দ কামরান, সৈয়দ সামি প্রমুখ।