রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করে দেবার মতো অস্ত্র রাশিয়ার হাতে আছে। আজ (সোমবার) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্র রসসিস্কায়া গেজেটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাত্রুশেভ। তবে পাত্রুশেভ বলেছেন, কেবল রাশিয়ার নিজের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই রাশিয়া তার শক্তি ব্যবহার করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পাত্রুশেভ আরও বলেন, ‘মার্কিন রাজনীতিকরা নিজেদের প্রোপাগান্ডায় আটকে পড়েছেন, তারা নিজেদের আত্মবিশ্বাসী বলে ভাবছেন। তাদের ধারণা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্র প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে। এরপর রাশিয়া পাল্টা হামলা চালাতে পারবে না। এটি বোকামি এবং খুবই বিপজ্জনক। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশ ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে’।
রাশিয়া ধৈর্যশীল এবং তার সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না, তবে তার অস্তিত্বের জন্য হুমকির ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
পাত্রুশেভ এমন একসময় হুমকি দিলেন যখন চরম পরিস্থিতিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য মস্কো প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ার করে আসছে ক্রেমলিন। তাছাড়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে ন্যাটোর সাথে স্নায়ুযুদ্ধ চলছে।