আমেরিকাকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১১৬ রানের টার্গেট ৯ ওভার ৪ বলে টপকে যায় ইংলিশরা। রান রেটে এগিয়ে থাকা ইংল্যান্ড এই জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের চলতি আসরের সুপার এইট পর্বে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় ইংল্যান্ড। নিজেদের প্রতি সুবিচার করতে পারেননি দলটি।

কেনসিংটন ওভাল স্টেডিয়ামে টস জিতে আমেরিকাকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আমেরিকা। দলের ৯ রানে টপলির বলে আউট হয়ে সাজঘরে ফিরে আন্দ্রিয়েস গুস। ৫৬ রানের ভেতর টপ ওর্ডারের আরো দুই ব্যাট্সম্যান আউট হলে আমেরিকার রানের চাকা সচল রাখেন নিতিশ কুমার। ব্যাট হাতে দলের পক্ষ্যে আর কেউ ইতিবাচক ফল না আনতে পারলে শেষ পর্যন্ত নিতিশেরই সর্বোচ্চ ৩০ রানের ইনিংসে ভর করে ১৮ ওভার ৫ বলে ১১৫ রানে সব উইকেট হারায় আমেরিকা।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন কোরি অ্যান্ডারসন। ইংল্যান্ডের পক্ষে হ্যাটট্রিক সহ সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন ও আদিল রাশিদ। আর ১টি করে উইকেট পেয়েছেন টপলি ও লিভিংস্টোন। জয় পেতে ১১৬ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে আমেরিকার বোলারদের পাত্তাই দেননি দুই ইংলিশ ওপেনার ব্যাট্সম্যান ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার। বাটলারের দারুণ ব্যাটিং নৈপুণ্যে ১০ ওভার ২ বল হাতে রেখেই বিনা উইকেটে আমেরিকার বিপক্ষে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড। ৩৮ বলে ৮৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন বাটলার। ফিল সল্ট করেছেন ২৫ রান। আর ম্যাচ হেরে চলতি আসরের সুপার এইট পর্ব থেকেই বিদায় নিলো আমেরিকা।