যুক্তরাষ্ট্রের আকাশে দেখা গেছে সন্দেহভাজন উচ্চক্ষমতাসম্পন্ন চীনের নজরদারি বেলুন। গত কয়েকদিন ধরে ওই বেলুনকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘পেন্টাগন’। তবে বেলুনটি বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল উচ্চতাসীমার উপর দিয়ে ওড়ার ফলে ওইসব এলাকার স্থলে বসবাসকারী নাগরিকদের জন্য শারীরিক ও সামরিক কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে পেন্টাগন।
গত কয়েকদিন বেলুনটি স্পর্শকাতর স্থান দিয়ে উড়েছে জানিয়ে এর গতিবিধির ওপর গভীরভাবে নজর রাখছে বাইডেন প্রশাসন। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, বিশালাকৃতির চীনা বেলুনটিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার ওপর দিয়ে উড়তে দেখা গেছে। এটিকে যেকোন উপায়ে গুলি করে ভূপাতিত করার কথা থাকলেও ধ্বংসাবশেষ মানুষের জন্য ঝুঁকি থাকায় আপাতত এর বিরুদ্ধে সংশ্লিষ্টরা। বুধবার মন্টানার বিলিংস শহরে দেখা যাওয়ার আগে আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ এবং কানাডার ওপর দিয়ে যায়।
বিবিসির তথ্যমতে, বেলুন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তবে চীনের তরফ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আসন্ন চীন সফরের আগ মুহূর্তে এমন চীনা বেলুনের সন্ধানের কথা জানা গেল। আগামী সপ্তাহে চীন সফর করবেন ব্লিংকেন।
মার্কিন কর্তকর্তারা বলছেন, বেলুনটি যে এলাকায় উড়ছে, সেখানে বিমানঘাঁটি ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে। তবে যে উচ্চতা দিয়ে সেটি উড়ছে, তাতে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করার সম্ভাবনা নেই।