যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সিদ্ধান্ত জানান।
২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ‘দ্য নিউ স্টার্ট’ নামের দ্বিপাক্ষিক কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, স্থল ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েনের সংখ্যা ও ব্যবহার সীমিত করা হয়। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই তা স্থগিত করলো রাশিয়া।
যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাতকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করতে চাইছে বলে সতর্ক করে পুতিন বলেছেন, নতুন স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (এসটিএআরটি) চুক্তিতে অংশগ্রহণ বাতিল করছে রাশিয়া।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এটি শেষ গুরুত্বপূর্ণ চুক্তি। পুতিন বলেন, ওয়াশিংটনে অনেকে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালু করার কথা ভাবছে। তাই প্রয়োজনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও পারমাণবিক সংস্থা রুশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে প্রস্তুত রয়েছে। অবশ্যই, আমরা তা প্রথমে করব না। কিন্তু যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায়, তাহলে আমরা চালাব।
এই চুক্তি বাতিলের ফলে আবারো পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা উস্কে দিলো রাশিয়া।