যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। ২৩ জুন (রোববার) এ উপলক্ষ্যে পথসভা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে দলীয় নেতারা বক্তব্য রাখেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তীতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক নারী ও শিশু সহ সকল নেতৃবৃন্দের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।