যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান।
ওয়াশিংটন দমকল বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরে ইসরাইল দূতাবাসের বাইরে এক ব্যক্তি গায়ে আগুন দিয়েছে এমন জরুরি ফোন পায় তারা। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন এরই মধ্যে তার শরীরের আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
বিমানবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ওই ব্যক্তি বিমান বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি ‘ফ্রি প্যালেস্টাইন!’ বলে গায়ে আগুন ধরিয়ে দেন। পরে মাটিতে পড়ে যান।
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ক্রমবর্ধমান প্রতিবাদ বিক্ষোভের মধ্যে হতাশাজনক এই ঘটনা ঘটল।
অবশ্য যুক্তরাষ্ট্রে ইসরাইলি কূটনৈতিক মিশনের সামনে কারও আত্মহননের চেষ্টার ঘটনার এটিই প্রথম নয়। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ইসরাইলি কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারী নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলো। সেই ঘটনার পর ঘটনাস্থলে একটি ফিলিস্তিনি পতাকা উদ্ধার করেছিলো পুলিশ।