যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ব্যস্ততম সমুদ্রবন্দর বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসের ঘটনায় এখনো নিখোঁজ ৬ জন। তবে, তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করছে দেশটির উদ্ধারকারী দল। এ অবস্থায় উদ্ধার অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
এদিকে, ইঞ্জিন চালিকাশক্তি হারালে তা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বুধবার (২৭শে মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন কোস্টগার্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেন, সেতু ধসের ঘটনায় এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের নিখোঁজ হওয়ার সময় পানির স্রোত খুব বেশি ছিল। ফলে তাদের আর জীবিত উদ্ধারের কোনো সম্ভাবনা নেই। এ অবস্থায় নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৫শে মার্চ) রাত দেড়টার দিকে বাল্টিমোরের ‘ফ্রান্সিস স্কট কী’ সেতুটি ভেঙে পড়ে।
মেরিল্যান্ডের গভর্নর ওয়েজ মুর জানিয়েছেন, পণ্যবাহী জাহাজটি সেতুর দিকে এগোনোর সময় সেটা থেকে সমস্যায় পড়ার সংকেত পাঠানো হয়েছিল। তাতে সেতুতে ওঠার মুখে গাড়ি থামানো গেছে, যাতে অনেকের জীবন বেঁচে গেছে।
এদিকে, জাহাজটির ইঞ্জিন চালিকাশক্তি হারালে তা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ। তারা বলছে, জাহাজটির ভেতর বিদ্যুৎ শক্তি বন্ধ হয়ে যায়, বিকল হয়ে হয়ে যায় ইঞ্জিনটি। এ অবস্থায় একটি জরুরী জেনারেটর চালু করা হলেও ইঞ্জিনটি আর চালু করা যায়নি।