একের পর এক টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশ। ধারাবাহিক টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় গত শুক্রবার আরকানসাস, আলাবামা, টেনেসি, মিসিসিপিসহ কয়েকটি রাজ্যে আঘাত হানা এই টর্নেডোতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। অনেকে ঘর-বাড়ি হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বিদ্যুৎহীন রয়েছেন কয়েক লক্ষ মানুষ।

আরকানসাস অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড়ে গাড়ি উল্টানো, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ লাইন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এই রাজ্যে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া টেনেসি অঙ্গরাজ্যে সাতজন, ইলিনয়নে চারজন এবং ইন্ডিয়ানায় তিনজন, আলাবামা এবং মিসিসিপি থেকেও প্রাণহানির খবর আসছে।

আরাকানসাসের গভর্নর সারাহ স্যান্ডার্স টর্নোডার কারণে গত শুক্রবার নিজ রাজ্যে জরুরি অবস্থা জারি করেন। দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে প্রস্তুতি থাকার নির্দেশ দেন তিনি। সারা বলেন, পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয়ভাবে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে, টর্নেডোর পর ভারী বৃষ্টিপাত হচ্ছে এলাগুলোতে। এমন অবস্থায় আরও কয়েকদিন চলবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।