যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার এই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে গুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এল পাসো পুলিশের কর্মকর্তা সার্জেন্ট রবার্ট গোমেজ সংবাদমাধ্যম দেওয়া বক্তব্যে বলেন, ‘ঘটনার পর আমরা সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছি। এছাড়া আরও একজন (হামলাকারী) বাইরে থাকতে পারে। সেজন্য এখনও মলের ভেতর ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।’
তবে হামলার উদ্দেশ্য এবং হাসপাতালে ভর্তি হওয়া তিন ভুক্তভোগীর অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। সিলো ভিস্তা শপিংমলটি ওয়ালমার্টের একটি স্টোর সংলগ্ন, যেখানে ২০১৯ সালে বন্দুক হামলায় ২৩ জন নিহত এবং ২৪ জন আহত হন।
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, চলতি বছরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে ৭০টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।