যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে প্রায় দেড় শতাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাত জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজের নিউ অরলিন্সের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে যে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পায়। এই কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকালে কমপক্ষে ১৫৮টি যানবাহনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
লুইসিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস সোমবার এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। লুইসিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
পুলিশ আরও জানিয়েছে, তারা ঘটনাস্থলগুলো থেকে অন্তত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। লুইজিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস আহতের সেবায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের জন্য প্রার্থনারও আহ্বান জানান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের ভিডিওগুলো থেকে দেখা গেছে, ম্যানচাক নামক একটি এলাকার ব্যস্ত মহাসড়কের ওপর গাড়িগুলো ভাঙারির মতো পড়ে আছে। ভিড়িও থেকে আরও দেখা গেছে, অনেকগুলো গাড়ি স্রেফ পিষ্ট হয়ে গেছে, কিছু গাড়ি অপর গাড়ির নিচে চাপা পড়েছে এবং কিছু গাড়ি আগুনে পুড়ে গেছে। আবার অনেক গাড়ি দুর্ঘটনাস্থলে আটকে পড়েছে। সেগুলোতে আটকে পড়া ব্যক্তিরা সাহায্যের জন্য অপেক্ষা করছেন।