ফোবানা এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাওয়ার্ড বা প্রেসিডেন্টের আজীবন সম্মাননা পেয়েছেন। তার এ অর্জনে প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

গত ২৫ বছর ধরে শাহ হালিম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের কর্মী হিসেবে কাজ করছেন। তিনি ছয় বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ-আমেরিকা সেন্টার স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়াও তিনি বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মূলধারার সংগঠনসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে চলেছেন। উক্ত সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজে অবদান রেখেছেন।

তিনি মূলধারায় অনেক সংগঠনের সঙ্গে সমাজ উন্নয়নমূলক কার্যক্রমসহ মানবাধিকার কার্যক্রম, সামাজিক ন্যায্যতা ইত্যাদি বিষয়ে অবদান ও ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, তিনি স্থানীয় চার্চের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।

তিনি উত্তর আমেরিকায় প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন ফোবানায় নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ ১৫ বছর এবং ফোবানার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে এবং কোভিড-১৯ মহামারীর ক্রান্তিকালে উত্তর আমেরিকা ও বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ তহবিল সংগ্রহ করে তাদের সেবার জন্য ফোবানা থেকে উদ্যোগ গ্রহণ করে ব‌্যাপক ভূমিকা রেখেছেন।

বাংলাদেশের গোপালগঞ্জে বাড়ি শাহ হালিমের। তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যান। তার বাবা প্রয়াত শাহ আব্দুল হালিম ছিলেন একজন সমাজকর্মী, সমাজনেতা এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট।