যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী ফয়সাল আরিফ নিহতের ঘটনায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। আজ (সোমবার) মানববন্ধন থেকে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, আমেরিকার সরকার আশ্বস্ত করেছে ফয়সাল হত্যার ন্যায়বিচার হবে।

গত চৌঠা জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশি শিক্ষার্থী ফয়সাল আরিফ। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এরইমধ্যে বোস্টনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে স্থানীয় বাংলাদেশিরা। এবার দোষীদের বিচার চেয়ে মানববন্ধন হলো বাংলাদেশেও।

আজ (সোমবার) দুপুরে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। এসময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। বক্তারা ফয়সাল হত্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

আমেরিকা বিশ্বব্যাপী মানবাধিকারের কথা বললেও নিজ দেশে কেন মানবাধিকার রক্ষা করেনা সেই প্রশ্নও ওঠে মানববন্ধন থেকে।

এদিকে, সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলছেন, ফয়সাল হত্যার ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে বাংলাদেশকে আমেরিকার সরকার আশ্বস্ত করেছে।

ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।