মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের একাধিক স্থানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিচের ইস্ট ল্যান্সিংয়ে মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে একাধিক স্থানে গুলি চালানো হয়। স্থানীয় সময় সোমবার রাতে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, বন্দুকধারী এখনও পলাতক রয়েছে। এফবিআইসহ বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা গুলি চালানোর খবরে প্রতিক্রিয়া জানায়।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ সোমবার রাতে টুইটারে এক বিবৃতিতে বলে যে, এই ঘটনায় একজনকে সন্দেহভাজন মনে করা হচ্ছে। তবে কাউকে হেফাজতে নেওয়া হয়েছে কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসের চারপাশে গুলি চালানোর খবর পাওয়ার পর ছাত্র ও কর্মীদের নিরাপদে আশ্রয়ের নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ রাত সাড়ে আটটার দিকে সতর্কতা জারি করে। সেখানে ছাত্রদের দৌড়ে পালানোর, লুকিয়ে পড়ার ও প্রতিরোধ করার পরামর্শ দেওয়া হয়েছিল। একাধিক টুইট বার্তায় এমএসইউ পুলিশ গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

ডেট্রয়েট ফ্রি প্রেসের মতে, ইস্ট ল্যান্সিং হাই স্কুল অডিটোরিয়াম সোমবার রাতে একটি স্কুল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছিল। গুলির ঘটনার পর তা বন্ধ করে দেওয়া হয়।

মিশিগানের রাজধানী ল্যান্সিং ডেট্রয়েটের প্রায় ৯০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। এমএসইউ যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষার একটি প্রধান পাবলিক প্রতিষ্ঠান। এর ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসে ৫০ হাজার স্নাতক এবং স্নাতকে অধ্যায়নরত শিক্ষার্থী রয়েছ।