প্রশিক্ষণ শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৩ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আলাস্কার হেলির কাছে এ দুর্ঘটনা ঘটে।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কার হেলির কাছে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই সেনা নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আরও এক সেনা সদস্য মারা যান। আহত আরেকজন চিকিৎসাধীন। হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বিধ্বস্তের কারণ জানা না গেলেও তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী।
আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বলেন, বিধ্বস্তের সময় দুটি ‘এএইচ’ হেলিকপ্টারেই দুজন করে সেনা ছিলেন।
এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার এক বিবৃতিতে বলেন, ‘নিহত সেনাদের পরিবার, সহকর্মী এবং বিভাগের জন্য এ এক অভাবনীয় ক্ষতি। নিহতদের পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’