যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, কালো পোশাক পরা হামলাকারী আধা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে গুলি ছোড়ে এবং হামলার পর নিজেও আত্মহত্যা করেন।
মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা জানিয়েছেন, গুলিতে দুই শিশু নিহত হয়েছে। তাদের একজনের বয়স ছিল ৮ বছর এবং অন্যজনের ১০ বছর। তাদের বাবা-মাকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘গুলি চালানোর ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে এবং এফবিআই ঘটনাস্থলে রয়েছে। দয়া করে হতাহত সকলের জন্য প্রার্থনা করতে আমার সঙ্গে যোগ দিন!’
এছাড়াও মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা যখন সকালবেলার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিল ঠিক তখনই হামলাকারী গুলি চালাতে শুরু করে।
হামলার পর উদ্বিগ্ন অভিভাবকরা পুলিশের হলুদ টেপের নিচ দিয়ে মাথা নিচু করে স্কুলের ভেতরে ঢুকছেন এবং শিক্ষার্থীদের বের করে আনছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে এফবিআই রয়েছে। হামলার শিকার সবার জন্য আমার সঙ্গে দোয়া করুন।