আমেরিকার হিউস্টেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ চারজন নিহত হয়। সবাই ওই হেলিকপ্টারের আরোহী ছিলো বলে জানিয়েছে হিউস্টেনের পুলিশ বিভাগ। তারা বলছে, একটি রেডিও টাওয়ারে হেলিকপ্টারটি ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে হয়।
বার্তা সংস্থা এএফপি বলছে, এ দুর্ঘটনায় ওই রেডিও ট্রান্সমিশন টাওয়ারটি ধ্বংস হয়ে গেছে। তবে তাতে হেলিকপ্টারটি ধাক্কা লেগেছিল নাকি ক্যাবলে আটকে গিয়েছিল তা জানা যায়নি। এই তথ্য জানিয়েছেন হিউস্টেনের পুলিশ প্রধান নোয়ে দিয়াজ।
পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের চার আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে মাটিতে থাকা কেউ আহত হননি। রেডিও টাওয়ার ছাড়া অন্য কোনো ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। হেলিকপ্টার দুর্ঘটনার ফলে সৃষ্ট আগুন দুই থেকে তিনটি ব্লক পর্যন্ত ছড়িয়ে পড়ে। হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।