যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হ্যালোইন উৎসব বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে অঙ্গরাজ্যটির অরল্যান্ডো শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যালোইন উৎসবে অংশ নিতে রাস্তায় জড়ো হন শত শত মানুষ। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এক বন্দুকধারী। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দর্শনার্থীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ।
হামলাকারীকে ধরতে শুরু হয় অভিযান। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ। হামলার কারণ জানতে চলছে জিজ্ঞাসাবাদ। বন্দুক হামলার ঘটনায় অরল্যান্ডো শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে অরল্যান্ডো পুলিশ প্রধান এরিক স্মিথ বলেন, গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ডোয়াইন আগেও চুরির জন্য গ্রেফতার করা হয়েছিল।