করোনা অতিমারি মধ্যেই বিশ্বে আরেকটি নতুন আতঙ্কের নাম মাংকিপক্স। বিশ্বব্যাপী এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছে ৭’শ জনের বেশি মানুষ। তবে মাংকিপক্সে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল- সিডিসি এর উপ-পরিচালক জেনিফার ম্যাককুইসটন।
ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২১ জনের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬ জন সমকামী পুরুষ এবং এই ২১ জন রোগীদের মধ্যে ১৪ জনই আফ্রিকা ভ্রমণে গিয়েছিলেন। ওই বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যে কয়েকজন সুস্থ হয়েছেন। অন্যরাও চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া পথে।
এদিকে, কানাডায় মাংকিপক্সে আক্রান্ত হয়েছে মোট ৭৭ জন। রোগীদের প্রায় সবাই কানাডার পূর্বাঞ্চলীয় কুইবেক প্রদেশের বাসিন্দা।