সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের রূপরেখা শিগগিরই ঘোষণা করবে বিএনপি। জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যলয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বেলন তিনি।
তিনি বলেন, সহিংসতা এড়াতে সরকারকে আবারো সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা চালু করতে হবে।
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার পুলিশকে ব্যবহার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অতিউৎসাহী কিছু সদস্য মানবাধিকার লঙ্ঘন করছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, হামলা করছে ক্ষমতাসীনরা। অথচ মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের নামে। পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। কিন্তু সরকার পুলিশকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্দোলন ও নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে বিশেষ কোনো আলোচনা করা হয়নি বলেও জানিয়েছেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, নির্বাচনের পর আন্দোলনরত দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। দেশে সহিংসতা বন্ধ করার জন্য নিরপেক্ষে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।