ইসরাইলের সাথে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছেন লেবানন সরকার ও দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে আমেরিকার উত্থাপিত এই প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি।
আমেরিকার প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক বিশেষ দূত আমোস জে হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য শিগগির বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে।
ইসরাইলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে, তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে।
তবে, লেবাননের সাথে কখনো যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে কৌশলে লক্ষ পূরণে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবে পার্লামেন্টে ভাষণে তিনি এ হুশিয়ারি জানান।