ফিলিস্তিনের গাজা উপত্যকায় যু্দ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নমনীয়তা প্রদর্শন করলেও আবারও নতুন শর্ত জুড়ে দিয়ে কার্যত এই আলোচনার বুকে ছুরিকাঘাত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুদ্ধবিরতি আলোচনায় হঠাৎ নতুন কয়েকটি দাবি উত্থাপন করেছেন নেতানিয়াহু। সেই সঙ্গে তিনি বলেছেন, তার উত্থাপিত এসব দাবি নিয়ে কোনও আলোচনা হবে না।

এই সপ্তাহে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ববিরতির আলোচনা শুরুর কথা রয়েছে। এরআগে, ইসরাইল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ৪টি শর্ত দিয়েছে। নেতানিয়াহুর অফিস থেকে রোববার রাতে চারটি দাবি উত্থাপন করা হয়েছে। এর প্রথমটি রয়েছে, যেকোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরাইলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকবে ইসরাইলের।

দ্বিতীয় দাবি হলো, এই নিশ্চয়তা দিতে হবে যে মিসর থেকে গাজায় কোনও অস্ত্রের চোরাচালান হতে পারবে না। তৃতীয় শর্ত হলো, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র সন্ত্রাসীদের ফেরার অনুমতি দেয়া যাবে না। চতুর্থ শর্ত হলো, হামাসের বন্দীদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে।

নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এই পরিকল্পনার প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একমত হয়েছেন।

তবে, এসব শর্তে বাইডেন সম্মত থাকলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যস্থতাকারীরা। অনেক অভিযোগ করেছেন, এর মাধ্যমে নেতানিয়াহু শান্তি আলোচনাকে ভন্ডুল করে দিচ্ছেন।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজায় কোনও চুক্তি হলেও লেবাননের হিজবুল্ল-াহর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে ইসরাইল।