ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হচ্ছে এবং ইউক্রেন জয়ের পথে বলে দাবি করেছেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ ইউক্রেন সফরে গিয়ে সোমবার পোল্যান্ড সীমান্তে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। খবর সিএনএনের।

ব্লিঙ্কেন বলেন, রাশিয়া চেয়েছিল ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেড়ে নিতে। কিন্তু তারা একে ব্যর্থ হয়েছে।

রাশিয়া তার সামরিক শক্তি জাহির করতে এসে ব্যর্থ হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এর আগে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদল কিয়েভ সফর করল।

রুশ হামলা শুরুর পর থেকে ইউরোপের অনেক নেতা ইউক্রেন সফর করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দেন তারা।

কিন্তু ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো যুক্তরাষ্ট্র এত দিন কিয়েভে কোনো শীর্ষ কর্মকর্তাকে পাঠায়নি।

সর্বশেষ দফায় ইউক্রেনে ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে রাশিয়ার হামলার পর কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।