রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে সংকট দেখা দিয়েছে। আজ সোমবার (২৮শে নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘আন্তর্জাতিক ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার ২০২২’ এ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য। আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। অনেক মানুষ শরণার্থী হয়,  স্বপ্ন নষ্ট হয় উন্নয়ন ব্যাহত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীরা সমাজের সবচেয়ে দুর্বল অংশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তারা বিভিন্ন ধরনের সহিংসতা, অপুষ্টি, অশিক্ষা এবং অন্যান্য মৌলিক চাহিদার শিকার। যেকোনো সংঘাত ও দুর্যোগে তাদের দুর্দশা বহুগুণ বেড়ে যায়।

নারীদের শান্তি ও নিরাপত্তার সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রেজুলেশন গ্রহণ করার প্রশংসা করে তিনি বলেন, জাতিসংঘ নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডা প্রতিষ্ঠা করেছে। সেই রেজুলেশন প্রণয়নে অংশ নিতে পেরে বাংলাদেশ গর্বিত।

এসময় তিনি, বাংলাদেশের নারীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে জানান।

তিনি বলেন, আমরা নারী উন্নয়নে বিশ্বাস করি। কারণ উন্নয়নশীল দেশে নারীরা খুব নানা সমস্যার সম্মুখীন হয়। নারীর সম অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়ন কারা না গেলে কোন দেশের উন্নয়ন হয় না।

বাংলাদেশ নারী উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে যা দক্ষিণ এশিয়ায়  দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দেশে নারীরা দেশের উন্নয়নের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।