অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশি যুবারা। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামে নেপালের বিপক্ষে। যেখানে আগে বল করতে নেমে ১৩০ রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে টাইগার জুনিয়ররা।
আগে ব্যাট করতে নেমে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। মোহাম্মদ সবুজ নেন তিনটি উইকেট। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম দুটি করে উইকেট শিকার করেন। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
দুটি ম্যাচে দুটি জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে দুইবারের শিরোপাধারী বাংলাদেশ। এখনও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ বাকি রয়েছে।












