দুবাইয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে গ্র“প পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিজেদের বি-গ্র“পের ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে জাপানকে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দলের ১৭ রানে মারুফ মৃধার বলে জাপানের ওপেনার ব্যাট্সম্যান আদিতিয়া আউট হলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। দলের ২৩ রানে অধিনায়ক কোজি আবের উইকেটটি তুলে নেন বাংলাদেমের আরেক তরুণ পেসার রোহানাত দৌলাহ বরসোন। মাত্র ৫৮ রান যোগ করতেই জাপানের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসরে শুভ সূচনা করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় বাংলাদেশ। শিবলি দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া, জিসান আলম ২৯ রানে আউট হন।
সংক্ষিপ্ত স্কোর
জাপান অ–১৯: ৪৭.১ ওভারে ৯৯ (পারমার ১৮, লেক ১৭, কাতো–স্টাফোর্ড ১৩; মাহফুজুর ২/৯, আরিফুল ২/১৫, রোহনাত ১/৮, মারুফ ১/১০, রিজওয়ান ১/১৪, ইকবাল ১/১৮, পারভেজ ১/২৪)।
বাংলাদেশ অ–১৯: ১১.২ ওভারে ১০০/১ (আশিকুর ৫৫*, জিশান ২৯, রিজওয়ান ১০*; হাইঞ্জ ১/৩০)।