জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে মঙ্গলবার রাতে ১৫৩-১০ ভোটে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস হয়েছে। আর ভোট দানে বিরত থেকেছে ২৩টি দেশ। ইসরাইল যদিও এই প্রস্তাব মানবে না, কিন্তু বিশ্বব্যাপী ইসরাইলি হামলার বিরুদ্ধে জনমতের প্রতিফলন ঘটেছে এই প্রস্তাবে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ ধরনের যেকোনো প্রস্তাবে যে বিরুদ্ধে ভোট দেবে, তা ছিল স্বাভাবিক। অপর যে আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দুটি ক্ষুদ্র দেশ মাইক্রোনেশিয়া এবং নাউরো। এই দুই দেশের সম্মিলিত জনসংখ্যা এক লাখ ৩০ হাজার।
যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দেয়া ১০টি দেশ হলো:
১. ইসরাইল
২. যুক্তরাষ্ট্র
৩. চেক প্রজাতন্ত্র
৪. অস্ট্রিয়া
৫. গুয়েতেমালা
৬. লাইবেরিয়া
৭. মাইক্রোনেসিয়া
৮. নাউরো
৯. পাপুয়া নিউ গিনি
১০. প্যারাগুয়ে