২০২৪ সালের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ৬৪ বছর পর ছেলেদের ফুটবলে কোনো স্প্যানিশের হাতে উঠল ব্যালন ডি’অর। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী এই তারকা। তার হাতে বহুল কাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দেন ১৯৯৫ ব্যালনজয়ী ফরোয়ার্ড জর্জ উইয়াহ।

সোমবার রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডি’অর জয়ী ঘোষণা করা হয় রদ্রিকে। তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে বছরের সেরা পারফরমারের পুরস্কারটি জেতেন তিনি। রদ্রির আগে সর্বশেষ ১৯৬০ সালে স্প্যানিশ তারকা হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। আর স্পেনের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদে ডি স্টেফানো। এই তারকা ব্যালন ডি’র জিতেছিলেন দুইবার, ১৯৫৭ ও ১৯৫৯ সালে।

গত মৌসুমে চারটি শিরোপা জিতেছেন রদ্রি। স্পেনের হয়ে ইউরো আর ম্যানসিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিনিসিয়ুস ব্যালন জিতবেন না, এই খবর প্রকাশের প্যারিস থিয়েটারের অনুষ্ঠান বয়কট করে রিয়াল। যে কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা।