প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তাঁকে বলেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দিতে। সংবিধানের ৩৭ ধারার ১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এর জেরে ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তবে তিনি পদত্যাগ করেছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের ব্যাপারে সরাসরি কিছু বলেননি গোটাবায়া।

এদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভ দমাতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কাজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অনির্দিষ্টকালের জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। রাজধানী কলম্বোতেও কারফিউ বলবৎ থাকবে। উচ্ছৃঙ্খল আচরণে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য দেশটির নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।