পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে পরপর দু’দিন তাণ্ডব চালানোর পর অধিকৃত গাজা এবং প্রতিবেশী দেশ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। সামরিক হামলার পর গাজায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, গাজার অন্তত পাঁচটি স্থানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এগুলো হলো- উত্তর গাজার বেইত হেনোন কৃষি জমি, গাজা শহরের দক্ষিণে দুটি এলাকা, গাজা শহরের কাছে আল-জাইতুন এলাকার পূর্বদিকের কৃষিজমি ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বদিকের একটি এলাকা।
স্থানীয় সময় ভোর ৪টার দিকে এক বিবৃতিতে দখলদার বাহিনী বলেছে, তারা এই মুহূর্তে লেবাননে হামলা চালাচ্ছে। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় ঘোষণা দেন, তার দেশের শত্রুদের ‘যেকোনো আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে’। এর পরপরই গাজায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে।
এদিকে, ইসরাইলি আগ্রাসনের কয়েক মিনিট পর গাজা থেকে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ করা হয়। টুইটারে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বলেছে, দক্ষিণ ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের মাত্রা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। সবশেষ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দুই পক্ষর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন্ মুসল্লি আহত হন। এর জের ধওে বৃহস্পতিবার লেবানন থেকে ইসরাইলের দিকে ৩৪টি রকেট ছোড়া হয়। ২০০৬ সালের লেবানন-ইসরাইল যুদ্ধের পর যা নতুন কওে উত্তেজনা বৃদ্ধি করে।