আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, রমজানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারি রাখতে সারাদেশের জেলা প্রশাসকদের কেবিনেট ডিভিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বাজারে যদি অস্বাভাবিক ব্যবস্থা দেখা যায় তাহলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে পারবেন জেলা প্রশাসকরা।

তিনি বলেন, ‘গতকাল এ বিষয় নিয়ে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছি। আমাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের এ ব্যাপারে সংবেদনশীল করা, অ্যাক্টিভ করার জন্য কাজ করছি।’

বাজারে সরকারের সিদ্ধান্তের প্রতিফলন নেই এবং মাঠ প্রশাসন সচরাচর বাজার মনিটরিং করছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘করবে সামনে। এখনো তো রমজান শুরু হয়নি।’

মাহবুব হোসেন আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটি মনিটরিং থাকবে। যদি একেবারে অস্বাভাবিক পরিস্থিতি কোথাও কিছু হয়, সেখানে যেন আমরা আইন প্রয়োগ করতে পারি। একেবারে আমাদের প্রত্যেক জেলা প্রশাসককে (ডিসি) বলা আছে। তারা খুব কঠোরভাবে এটা মনিটরিং করবে।’