রমজানে অবৈধভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে বা মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুমিয়ারী জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ (শুক্রবার) বিকালে চাঁদপুর পুলিশ লাইন অডিটরিয়ামে রোটারী ক্লাব অফ উত্তরা ফ্যামিলি ডে ও সার্ভিস প্রজেক্ট-এর অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও পুলিশ লাইনে বৃক্ষ রোপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে এটা একটা কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটা কিন্তু সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এক কোটি পরিবারের ৫ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর এবং ছোলা বুট দেওয়ার ব্যবস্থা করেছেন।

মন্ত্রী আরও বলেন, রমজান মাসে যে পরিমাণ খাদ্যদ্রব্য দরকার সেটা আমাদের পুরোপুরি হাতে আছে। রোজার মাস শুরু হওয়ার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পরে একসাথে কেনার জন্য। সাপ্লাইয়ের তো একটা চেইন থাকে। যদি কেউ মনে করে রোজা শুরু হওয়ার ২-৩ দিন আগে সারা মাসেরটা একসঙ্গে কিনব, সেই সাপ্লাইতে চাপ পড়ে। তখনই ব্যবসায়ীরা সুযোগ নেয়। আমাদের স্টক আছে। দাম বাড়ার কোনো কারণ নেই। শুধুমাত্র একসঙ্গে কেনার ব্যাপারটা পরিহার করতে হবে। বাজার মনিটরিং-এর জন্য ভোক্তা অধিকার আছে। প্রত্যেক জেলার ডিসিকে বলা আছে তারা যেন তাদের লোকজন দিয়ে বাজার মনিটরিং করেন। এছাড়া আমাদের পুলিশ ও র‌্যাব আছে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণের সভাপতি ডা. আফসানা সর্মী, রোটারী ক্লাব অফ উত্তরার সভাপতিসহ ক্লাবের নেতৃবৃন্দ।