প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঠ প্রশাসনকে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করতে হবে। যেসব উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে তা জেলা  প্রশাসকদের তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোজার সময় পণ্য মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৪ উদ্বোধনকালে এ কথা বলেন।

চার দিনব্যাপী এ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা অংশ নিয়েছেন। আগামী বুধবার এ সম্মেলন শেষ হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সাপ্লাই চেইনে সমস্যা তৈরি হয় কিংবা পণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়। কিছু মজুতদার আছেন, যারা পণ্য পচে যেতে দেন, কিন্তু বাজারে সরবরাহ করেন না। এ ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।’

প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে মাঠ প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার এবং ভোক্তারা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি এও বলেন, ‘বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার এখনও ১০ শতাংশের মধ্যে থাকলেও তা একটি সমস্যা।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এবং গাইবান্ধার ডিসি কাজী নাহিদ প্রমুখ।