à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° উতà§à¦¤à¦°-পূরà§à¦¬à¦¾à¦žà§à¦šà¦²à§€à§Ÿ রাজà§à¦¯ আসামের ৬৫টি বড় আকারের রহসà§à¦¯à¦®à§Ÿ পাতà§à¦°à§‡à¦° সনà§à¦§à¦¾à¦¨ পেয়েছেন à¦à¦¾à¦°à¦¤ ও অসà§à¦Ÿà§à¦°à§‡à¦²à¦¿à§Ÿà¦¾à¦° পà§à¦°à¦¤à§à¦¨à¦¤à¦¤à§à¦¤à§à¦¬à¦¬à¦¿à¦¦à¦°à¦¾à¥¤ অনà§à¦¤à¦¤ আড়াই হাজার বছর আগে à¦à¦¸à¦¬ পাতà§à¦° তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচà§à¦›à§‡à¥¤
বৃহসà§à¦ªà¦¤à¦¿à¦¬à¦¾à¦° বিবিসির à¦à¦• পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¦à¦¨à§‡ বলা হয়েছে, বেলে পাথরে তৈরি à¦à¦‡à¦¸à¦¬ মাটির পাতà§à¦°à¦—à§à¦²à§‹à¦° আকার বিà¦à¦¿à¦¨à§à¦¨à¥¤ কোনো পাতà§à¦° দেখতে লমà§à¦¬à¦¾à¦Ÿà§‡ ও সিলিনà§à¦¡à¦¾à¦° আকারের, আবার কোনোটি গোলাকার। সবগà§à¦²à§‹ পাতà§à¦°à¦‡ আংশিক বা সমà§à¦ªà§‚রà§à¦£ পোà¦à¦¤à¦¾ অবসà§à¦¥à¦¾à§Ÿ পাওয়া গেছে।
à¦à¦¾à¦°à¦¤à§‡à¦° নরà§à¦¥-ইসà§à¦Ÿà¦¾à¦°à§à¦¨ হিল বিশà§à¦¬à¦¬à¦¿à¦¦à§à¦¯à¦¾à¦²à§Ÿà§‡à¦° পà§à¦°à¦¤à§à¦¨à¦¤à¦¤à§à¦¤à§à¦¬à¦¬à¦¿à¦¦ ড. তিলক ঠাকà§à¦°à¦¿à§Ÿà¦¾, গà§à§Ÿà¦¾à¦¹à¦¾à¦Ÿà¦¿ বিশà§à¦¬à¦¬à¦¿à¦¦à§à¦¯à¦¾à¦²à§Ÿà§‡à¦° পà§à¦°à¦¤à§à¦¨à¦¤à¦¤à§à¦¤à§à¦¬à¦¬à¦¿à¦¦ উতà§à¦¤à¦® বাথারি à¦à¦¬à¦‚ অসà§à¦Ÿà§à¦°à§‡à¦²à¦¿à§Ÿà¦¾à¦° অসà§à¦Ÿà§à¦°à§‡à¦²à¦¿à§Ÿà¦¾à¦¨ নà§à¦¯à¦¾à¦¶à¦¨à¦¾à¦² ইউনিà¦à¦¾à¦°à§à¦¸à¦¿à¦Ÿà¦¿à¦° শিকà§à¦·à¦• নিকোলাস সà§à¦•à§‹à¦ªà¦¾à¦²à§‡à¦° নেতৃতà§à¦¬à¦¾à¦§à§€à¦¨ à¦à¦•à¦Ÿà¦¿ গবেষক দল সমà§à¦ªà§à¦°à¦¤à¦¿ আসামের চার à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ à¦à¦¸à¦¬ পাতà§à¦°à§‡à¦° সনà§à¦§à¦¾à¦¨ পান।
বিবিসিকে ড. ঠাকà§à¦°à¦¿à§Ÿà¦¾ জানান, পাতà§à¦°à¦—à§à¦²à§‹ তৈরি করা হয়েছিল খà§à¦°à¦¿à¦¸à§à¦Ÿà§‡à¦° জনà§à¦®à§‡à¦° অনà§à¦¤à¦¤ ৪০০ বছর আগে। সেই হিসেবে পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ পাতà§à¦°à§‡à¦° বয়স কমপকà§à¦·à§‡ ২ হাজার ৪০০ বা তারও কিছৠবেশি। তিনি আরও জানান, মৃতদেহের সৎকারের কাজে বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° করা হতো à¦à¦¸à¦¬ পাতà§à¦°à¥¤ অরà§à¦¥à¦¾à§Ž কেউ মারা গেলে তার দেহাবশেষ পাতà§à¦°à§‡ রেখে তা ঢাকনাবনà§à¦¦à¦¿ করে মাটিচাপা দেওয়া হতো। পà§à¦°à¦¤à¦¿à¦Ÿà¦¿ পাতà§à¦°à§‡à¦° গঠন দেখে বোà¦à¦¾ যায়, à¦à¦•à¦¸à¦®à§Ÿ à¦à¦—à§à¦²à§‹ ঢাকনাবনà§à¦¦à¦¿ ছিল।
তবে আসামের যে চার à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ à¦à¦¸à¦¬ পাতà§à¦° পাওয়া গেছে, সেখানে পাতà§à¦°à§‡à¦° সঙà§à¦—ে কোনো ঢাকনা পাওয়া যায়নি। পাতà§à¦°à§‡à¦° à¦à§‡à¦¤à¦°à§‡ কোনো বসà§à¦¤à§à¦“ দেখা যায়নি।পাশপাশি, কারা à¦à¦—à§à¦²à§‹ তৈরি করেছিল, সে সমà§à¦ªà¦°à§à¦•à§‡ সà§à¦ªà¦·à§à¦Ÿ কোনো ধারণা পাওয়া যায়নি à¦à¦–নও।
অসà§à¦Ÿà§à¦°à§‡à¦²à¦¿à§Ÿà¦¾à¦° গবেষক নিকোলাস সà§à¦•à§‹à¦ªà¦¾à¦² বিবিসিকে বলেন, ‘আমরা à¦à¦–নও জানি না যে, কোন জাতির লোকজন à¦à¦¸à¦¬ পাতà§à¦° তৈরি করেছিল à¦à¦¬à¦‚ তারা কোথায় থাকত। à¦à¦Ÿà¦¾ à¦à¦–নও আমাদের কাছে রহসà§à¦¯à¥¤â€™
‘অবশà§à¦¯ আমরা শà§à¦¨à§‡à¦›à¦¿ নাগা উপজাতির লোকজন আসামের সবচেয়ে পà§à¦°à¦¨à§‹ নৃগোষà§à¦ ী। তাদের সংসà§à¦•à§ƒà¦¤à¦¿à¦¤à§‡ মৃতদের দাহ করার পর সেই দেহà¦à¦¸à§à¦® মাটিচাপা দেওয়ার পà§à¦°à¦¥à¦¾ আছে। হয়তো তাদেরই কোনো পূরà§à¦¬à¦ªà§à¦°à§à¦·à¦¦à§‡à¦° মধà§à¦¯à§‡ à¦à¦®à¦¨ পà§à¦°à¦¥à¦¾ পà§à¦°à¦šà¦²à¦¿à¦¤ ছিল যে, মৃতদেহ সৎকারের পর দেহà¦à¦¸à§à¦® à¦à¦°à¦•à¦® পাথরের পাতà§à¦°à§‡ রেখে মাটিচাপা দেওয়ার; à¦à¦®à¦¨à¦Ÿà¦¾ হতেই পারে।’
ড. ঠাকà§à¦°à¦¿à§Ÿà¦¾ অবশà§à¦¯ জানিয়েছেন, কোনো পাতà§à¦°à§‡à¦° à¦à§‡à¦¤à¦°à§‡ ছাই বা কোনো ধরনের বসà§à¦¤à§ পাওয়া যায়নি। সবগà§à¦²à§‹ পাতà§à¦°à¦‡ ছিল খালি। তবে তিনিও মনে করেন, মৃতদেহ সৎকারের কাজেই বà§à¦¯à¦¬à¦¹à¦¾à¦° করা হতো à¦à¦¸à¦¬ পাতà§à¦°à¥¤
২০১৬ সালে লাউসের জিয়েং খোয়াং পà§à¦°à¦¦à§‡à¦¶à§‡ বেশ কিছৠবেলে পাথরের পাতà§à¦°à§‡à¦° সনà§à¦§à¦¾à¦¨ পাওয়া গিয়েছিল à¦à¦¬à¦‚ সেগà§à¦²à§‹ ছিল ২০০০ বছরের পà§à¦°à¦¨à§‹à¥¤ লাউসের সেই পাতà§à¦°à¦—à§à¦²à§‹à¦° সঙà§à¦—ে আসামের পাতà§à¦°à¦—à§à¦²à§‹à¦° গঠনগত বেশ সাদৃশà§à¦¯ রয়েছে বলে জানিয়েছেন ড. ঠাকà§à¦°à¦¿à§Ÿà¦¾à¥¤ লাওসের কয়েকটি পাতà§à¦°à§‡ দেহাবশেষের চিহà§à¦¨ পাওয়া গেছে।
‘আসাম ও মেঘালয়ে আরও ১০টি সà§à¦¥à¦¾à¦¨à§‡ আমরা অনà§à¦¸à¦¨à§à¦§à¦¾à¦¨ চালাব; আমাদের ধারণা, (à¦à¦¸à¦¬ সà§à¦¥à¦¾à¦¨à§‡) অনà§à¦¸à¦¨à§à¦§à¦¾à¦¨ করলে আরও পাতà§à¦° পাওয়া যাবে,’— বিবিসিকে বলেন ড. ঠাকà§à¦°à¦¿à§Ÿà¦¾à¥¤