হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের দ্বিতীয় জানাজা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দেশটির কেন্দ্রীয় শহর কওমে প্রিয় নেতাকে বিদায় জানাতে উপস্থিত হন লাখ লাখ মানুষ। খবর ইরনার।
এর আগেই স্থানীয় গর্ভনর জানিয়েছিলেন, রাইসিদের জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছেন তারা। রোববার কোম শহর থেকে তেহরানে রাইসির মরদেহ পৌঁছানোর পর থেকেই বিশ্ববিদ্যালয়ে চত্বরে জড়ো হতে শুরু করেন তার ভক্তরা। সকাল সাতটা নাগাদ সেই পরিমাণ দাঁড়ায় লাখে। ইরানি চোখের জলে নেতাকে শেষ বিদায় জানায় তারা।
আজ সন্ধ্যায় তেহরানে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে বিদেশি কর্মকর্তা ও উচ্চপদস্থ প্রতিনিধিরা যোগ দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।
গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।