মিয়ানমারের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে জান্তার একটি ট্রেনিং স্কুল দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আক্রমণ চালানোর পর জান্তা সৈন্যরা তাদের অস্ত্রসস্ত্র নিয়ে পালিয়ে যায়।

মিনবিয়া অ্যাডভান্সড ট্রেনিং স্কুলে আরাকান আর্মির আক্রমণে এক জান্তা সেনা নিহত হয়। পরে একজনকে জীবিত আটক করে বিদ্রোহী গোষ্ঠীটি। বাকীরা পালিয়ে যায়।

এরপর এএ যোদ্ধারা মিনবিয়া টাউনশিপের অধীনে কান্নি গ্রামের কাছে জান্তার নয় নম্বর অ্যাডভান্স ট্রেনিং স্কুল দখল করে।

পরে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সেনাদের আটক করে আরাকান আর্মি। মাইবোন শহর থেকে ১২ সৈন্যকে আটক করে আরাকান আর্মি। আরও সাতজনকে ইয়াও ক্রিক নদী থেকে আটক করা হয়েছে।

আরাকান আর্মি মিনবিয়া শহরের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।  কারণ সৈন্যরা বন এবং পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকতে পারে।