রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রধান চাঁদা কালেক্টর সোগা ওরফে নিপুন চাকমাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। এছাড়াও গুলিতে আহত হয়েছেন অপর সহকারী কালেক্টর সোহেল চাকমা।
শনিবার (২৪শে ফেব্র“য়ারি) রাতে বাঘাইছড়ি উপজেলার ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার নামক এলাকায় যান নিপুন চাকমা ও তার সহকর্মী সোহেল চাকমা। খবর পেয়ে তাদের প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। তারা গুলি করলে নিপুন চাকমা মারা যান।
বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। এলাকাটি দুর্গম এবং রাত হওয়ায় এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।