রাঙামাটি সদরে পিকনিক বাস উল্টে দুই পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েক জন। আজ (শুক্রবার) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতহতদেও নাম পরিচয় জানান যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পর্যটক বহনকারী চট্টগ্রামের একটি হানিফ পরিবহন বাস রাঙামাটি ছেড়ে যাওয়ার সময় মানিকছড়ি এলাকায় উল্টে যায়। এসময় ঘটনাস্থলে দুই পর্যটক মারা যান। এসময় বেশ কয়েক জন আহত হলে তাদেরকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনায় কবলিত হানিফ পরিবহন বাসটি চট্টগ্রামের ভাটিয়ারী থেকে একদল পর্যটক নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসে। পর্যটকরা সকলে ভাটিয়ারী একটি কারখানার শ্রমিক।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।