ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বরাবরই সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব থাকেন তিনি। প্রায় সময়ই স্বামী শরিফুল রাজ ও ছেলের ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। সোমবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফের রাজের একটি ছবি দিয়ে নতুন পোস্ট দিয়েছেন পরী।
আর ক্যাপশনে লেখেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।
ওই ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগসহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অনেক বই। দেখে বোঝাই যাচ্ছে বই পড়তে খুব ভালোবাসেন রাজ।
পোস্টের নিচে কমেন্টবক্সে রাজ লেখেন, ‘গুড মর্নিং’। এরপর একটি ইমোজিও দেন তিনি।
এদিকে গত বছরের ১০ জানুয়ারি তারা জানান ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিন রাজ-পরীমণি ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। তাই বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন রাজ-পরীমণি।