রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুর ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

শান্তি সমাবেশে বক্তারা নেতাকর্মীরা বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে পিছনে নিয়ে যেতে চায়। তারা বিদেশিদের দিকে তাকিয়ে আছে। বিএনপি-জামায়াত বিভিন্ন মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের মিথ্যার বিরুদ্ধে আমাদের এ শান্তি সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।