মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। শোভাযাত্রাটি আজ (শনিবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিজয় শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে এসে জমায়েত হতে শুরু করেন। বিজয় মিছিলে যোগ দিতে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে জড়ো হন।
শোভাযাত্রায় বড় বড় জাতীয় পতাকা নিয়েও অংশ নিয়েছেন নেতা-কর্মীরা। এ ছাড়া নেতা-কর্মীদের হাতে হাতেও রয়েছে জাতীয় পতাকা। নেতা-কর্মীরা মাথায়, হাতে জাতীয় পতাকার আদলের ফিতা, ব্র্যান্ড বেঁধেছেন। অনেকে লাল-সবুজের পোশাক পরেছেন।
নিরাপত্তা নিশ্চিতে শোভাযাত্রার আগে-পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রয়েছেন।
রাজধানীতে এই শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। রাজধানীর পাশাপাশি সারা দেশে একসঙ্গে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।
রাজধানীর পাশাপাশি সারাদেশে একযোগে এই বিজয় শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। সেই অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথাযথ মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।