রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি কিশোর অপরাধী দলের ৩৯ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব-২ এর মিডিয়া বিভাগ।
এসব কিশোরের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়া কিশোররা পাটালি গ্রুপ, চাঁন গ্রুপ, ও লেভেল হাই গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব-২ কর্মকর্তারা।
র্যাব-২ জানায়, রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় ‘কিশোর গ্যাং’ এর বিভিন্ন গ্রুপের ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসী গ্যাং ‘পাটালি গ্রুপ’ এর অন্যতম মূলহোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিব এবং ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’সহ বিভিন্ন গ্রুপের ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।