অবরোধের প্রথম দিনে রাজধানীতে যানবাহন চলাচল কিছুটা কম। ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্ল¬ার কোন বাস। তবে স্বাভাবিক রয়েছে নৌজান ও ট্রেন চলাচল। রাস্তার মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। তবে অবরোধের কারণে রাজধানীতে গণপরিবহন কম থাকার কারণে মানুষও বের হয়েছে কম। এরমধ্যে অফিসগামীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
সকাল ৭টা থেকে কমলাপুর, খিলগাঁও, রাজারবাগ, মৌচাক, মালিবাগ, রামপুরা, গুলশান, মহাখালী, কল্যানপুর, গাবতলী, মিরপুর, ফার্মগেট, শাহবাগ, উত্তরা, আব্দুল¬াহপুর, গুলশান, বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, জনমনে অবরোধের তেমন একটা প্রভাব না পড়লেও যানবাহনের উপরে এর প্রভাব পড়েছে।
রোববার বিএনপির হরতালের মত তেমন একটা গণপরিবহন রাস্তায় দেখা যায়নি। তবে দেখা গেছে অটোরিকশা, রিকশা, ব্যক্তিগত কিছু গাড়ি।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে উদ্বেগ থাকলেও রুটি-রুজির তাগিদে কিছু মানুষকে ঠিকই রাস্তায় বের হতে হয়েছে। বিভিন্ন সড়কের দেখা গেছে অফিসগামীযাত্রীদের ভিড়।
অবরোধের কারণে রাজধানী ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল¬ার কোন বাস। যাত্রী না থাকায় বাস ছাড়ছে না বলে জানিয়েছে সংশি¬ষ্টরা।
তবে ট্রেন ও নৌযানের চলাচল স্বাভাবিক রয়েছে। যারা সড়কে যেতে পারছেন না তারা ট্রেনে যাওয়ার জন্য স্টেশনে আসেছে।
রাজধানীর সড়কের মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। অবরোধে নাশকতা ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা রাস্তায় নেমেছেন আগের রাতেই।