তাপদাহের মধ্যে রাজধানীর বেশ কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি ঝরেছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে রোদের তেজ নেই। মেঘে আচ্ছন্ন রয়েছে আকাশ। সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মানিকনগর, গোপীবাগ, মুগদা, মগবাজার, ইস্কাটন, কারওয়ান বাজার, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, তেজগাঁওসহ বেশ কিছু এলাকায় গুড়িগুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। দিনের শুরুতেই একটু বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস নিচ্ছে রাজধানীবাসী।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।