রাজধানীর তেজগাঁও তেজতুরি বাজার এলাকার একটি বাসা থেকে ইফতিয়াক আহমেদ অনিক (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) রাতে তেজতুরি বাজারের একটি বাড়ির চারতলার মেস থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অনিকের বাড়ি বরিশাল। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।