ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের বেচাবিক্রিতে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। পোশাক কেনার পর ম্যাচিং করে চুড়ি-গহনা, মেহেদী কিনছেন অনেকে। আবার কাজের ব্যস্ততা এবং বেতন দেরিতে পাওয়ায় এখন কেনাকাটা করতে এসেছেন অনেকে। এবছর বিক্রি ভালো হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
দেখতে দেখতে চলে এসেছে ঈদুল ফিতর। রাজধানীর ফুটপাথ থেকে বিপনী বিতান, শপিংমল-মার্কেট সর্বত্র চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। অনেকে পোশাক কিনেছে আগেই এখন ম্যাচিং চুড়ি, অলঙ্কার কিনছেন।
এদিকে শেষ কর্মদিবসে বেতন পেয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন ঈদের কেনাকাটা করতে। খিলগাঁও থেকে সপরিবারে মৌচাক মার্কেটে শফিকুল ইসলাম। দোকান থেকে দোকানে ঘুরে পছন্দের পণ্য খুঁজছেন তিনি। শেষ সময়ে ভালো কাপড় পাচ্ছেন না বলে হতাশার কথা জানান অন্য ক্রেতারাও।
এদিকে, শেষ দিন মেহেদি বিক্রি বেড়েছে। মেহেদি ছাড়া ঈদ কল্পনা করা যায় না বলে জানান ক্রেতারা। এবছর বিক্রি ভালো হয়েছে বলে জানান বিক্রেতারা।
তবে বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় শেষ দিন কেনাকাটা কিছুটা কম বলে জানান সংশ্লিষ্টরা।