রাজধানীর কলাবাগান থেকে কুদরত-ই-খুদা হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যমুনা টিভির ‘নিউজরুম এডিটর’ হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আজ (মঙ্গলবার) দুপুরের দিকে লেক সার্কাস রোডের একটি বাড়ির চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে থাকা তার এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
এ বিষয়ে কলাবাগান থানার উপপরিদর্শক ফিরোজ সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই হৃদয়ের ঝুলন্ত মরদেহ নামিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও এর কোনো কারণ জানা যায়নি। ঘটনার সময় হৃদয়ের এক বান্ধবী সেখানে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’