গত কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় ঝড়ো বাতাস ও বৃষ্টির খবর মিললেও ঢাকায় বৃহস্পতিবার বিকেলে হঠাৎ এক পশলা বৃষ্টি হয়েছে। টানা কয়েক মাস বৃষ্টি না হওয়া এবং শীত মৌসুমের বিদায়ের পর বৃষ্টি নামায় রাজধানীতে স্বস্তি ফিরেছে।

ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহের বৃষ্টিতে আবারও কিছুটা শীতের আমেজ দেখা দিয়েছে। হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতেও পড়েন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিন দেশের বিভিন্নস্থানে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।